Friday, May 17, 2019

সৌম্য-মোসাদ্দেক ঝড়ে উইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

সৌম্য-মোসাদ্দেক ঝড়ে উইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে চরম উত্তেজনাকর ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেট হারিয়ে প্রথম বারের মত কোন শিরোপার স্বাদ পেল বাংলাদেশ।

ডাবলিনের ম্যালাহাইডের দ্যা ভিলেজ স্টেডিয়ামে বৃষ্টি থামার পর খেলা ঠিক হয় ২৪ ওভারে। আর নির্ধারিত ২৪ ওভার শেষে উইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১৫২ রান করে। তবে ডি.এল মেথডে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২১০।

জবাবে সৌম্যের ৬৬ ও মোসাদ্দেকের ২৭ বলে অপরাজিত ৫২ রানে ৭ বল বাকী থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা দেন দুই উইন্ডিজ ওপেনার। শাই হোপ ও সুনীল আমব্রিস দুই জনই তুলে ব্যক্তিগত ফিফটি। দারুন জুটির পর ২০.১ ওভারে উইন্ডিজের সংগ্রহ যখন ১৩১/০ তখনই বৃষ্টি শুরু হয়।

সংক্ষিপ্ত স্কোর:
উইন্ডিজ: ১৫২/১ (২৪)

শাই হোপ ৭৪, আম্ব্রিস ৫৯।

উল্লেখ্য, এর আগে দ্বিপক্ষীয় সিরিজের বাইরে বাংলাদেশ কখনো কোনো টুর্নামেন্ট জিততে পারেনি।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মোহম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক)।

উইন্ডিজ একাদশ:
সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেনডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল


No comments:

Post a Comment